Tuesday 6th of December 2016

সদ্য প্রাপ্তঃ

***অনুমোদন পেয়েছে ‘রূপপুর পরমাণু প্রকল্প’* বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে *প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল আর নেই(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

UCB Debit Credit Card

শেষ প্রহরে নিম্নমুখী প্রবণতায় সূচক ও লেনদেন

বিডিনিউজিডেস্ক.কম

তারিখঃ ২৪.০৩.২০১৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক ও লেনদেন দুটোই কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ১৯ শতাংশ লেনদেন কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৫৪ লাখ টাকার; যা আগের দিনের চেয়ে প্রায় ৫৮ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩১৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭০৭ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফরমুলেশনস, শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন, ব্রাক ব্যাংক, এমজেএল বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা এবং শাশা ডেনিমস ।

মঙ্গলবার দেশের অপর শেয়ারবাজার সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।