Print

আম উৎপাদনে নবম বাংলাদেশ

বিডিনিউজডেস্ক  ডেস্ক | তারিখঃ ১৯.০৪.২০১৬

বিশ্বে মোট আম উৎপাদনের অর্ধেকের বেশি হচ্ছে দক্ষিণ এশিয়ায়।

ফলটির উৎপাদনে শীর্ষ দশে রয়েছে বাংলাদেশের নাম। প্রায় সাড়ে নয় লাখ টন আম উৎপাদনের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে বলে কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) সর্বশেষ মূল্যায়নে। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় আম উৎপাদনে ভারত রয়েছে শীর্ষে।

গত মৌসুমে দেশটিতে আম উৎপাদনের পরিমাণ ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টন। পরের অবস্থানগুলোয় রয়েছে যথাক্রমে চীন ৪৪ লাখ, কেনিয়া ২৭ লাখ ৮১ হাজার, থাইল্যান্ড ২৬ লাখ ৫০ হাজার, ইন্দোনেশিয়া ২৩ লাখ ৭৬ হাজার, পাকিস্তান ১৯ লাখ ৫০ হাজার, মেক্সিকো ১৭ লাখ ৬০ হাজার ও ব্রাজিল ১১ লাখ ৭৫ হাজার টন উৎপাদন নিয়ে। নবম স্থানে থাকা বাংলাদেশের পর রয়েছে নাইজেরিয়ার উৎপাদন ৮ লাখ ৬০ হাজার টন।

বাংলাদেশ পরিসংখ্যান বু্যুরোর (বিবিএস) তথ্য মতে, ২০০৬-০৭ অর্থবছরে দেশে আমের উৎপাদন ছিল ৭ লাখ ৮১ হাজার ও ২০০৭-০৮ অর্থবছরে ৮ লাখ ৩ হাজার টন। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৮ লাখ ২৮ হাজার টন। ফলন বাড়ার ধারাবাহিকতায় ২০০৯-১০ অর্থবছরে উৎপাদন হয় ৮ লাখ ৪২ হাজার। আর ২০১০-১১তে ৮ লাখ ৮৯ হাজার টন। ২০১১-১২ অর্থবছরে তা আরও বেড়ে প্রায় সাড়ে ৯ লাখ টনে উন্নীত হয়।

দেশে গড়ে ৩২ হাজার একর জমিতে আমের আবাদ হলেও সবচেয়ে বেশি হচ্ছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে আমে ফরমালিনসহ বিষাক্ত রাসায়নিক ব্যবহারের পরও বিশেষ পরিচর্যার মাধ্যমে বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। আগামীতে আম রপ্তানি আরও বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষিপণ্য রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ীরা।