Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

মওদুদের মামলা বিষয়ে লিভ টু আপিল মঞ্জুর

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ০৯.০৯.২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অবৈধভাবে ঢাকার গুলশানে সরকারি বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলাটির বিষয়ে আপিল বিভাগ কর্তৃক লিভ টু আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
আইনমন্ত্রী জানান, সরকার কর্তৃক দুইটি এবং রাজউক কর্তৃক একটিসহ মোট তিনটি সিভিল আপিল মামলাসমূহ ৮ সেপ্টেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। জাতীয় পার্টির সদস্য শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, আর্মি অ্যাক্টের অধীনে বিচারের শাস্তির বিরুদ্ধে সিভিল আদালতে আপিল করা যায় না, সামরিক আদালতেই আপিল করতে হয়। এই আইন পরিবর্তন করে সিভিল আদালতে আপিল করার সুযোগ সৃষ্টির কোন পরিকল্পনা সরকারের নেই।