Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ২০.০৯.২০১৫

সব ধরনের গোশত নিষিদ্ধের দাবির পর এবার নতুন দাবি নিয়ে হাজির বিজেপি নেতা রবীন্দ্র রায়না  । বিজেপির এই বিধায়কের দাবি, যে ব্যক্তি গরু জবাই করবেন, তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক।

জম্মু-কাশ্মীরের এই বিজেপি বিধায়কের এমন আজগুবি দাবিতে বিতর্ক শুরু হয়ে গেছে ভারতজুড়ে।জম্মু-কাশ্মীরে বিধায়নসভায় দাঁড়িয়ে রবীন্দ্র রায়না বলেন, ‘আমি চাই গোমাংস নিষিদ্ধ করা হোক, একই সঙ্গে যারা গরু কাটে, তাদেরকেও মৃত্যুদণ্ড দেয়া হোক।’
বিধানসভায় রবীন্দ্র রায়নার আনা একটি রেজোলিউশনে বলা হয়, ‘যারা গোহত্যায় দোষী সাব্যস্ত হবে, তাদের প্রাণদণ্ড দেয়া উচিত।’ শুধু তাই নয়, বিজেপি বিধায়ক আরো দাবি করেন, গোমাংস বিক্রেতাদের লাইসেন্স বাতিল করে তাদের দোকান সিলগালা করে দেয়া উচিত।