Wednesday 26th of October 2016

সদ্য প্রাপ্তঃ

*** চট্টগ্রাম, বান্দরবান, ফেনীসহ দেশের কয়েকটি জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

UCB Debit Credit Card

রিজার্ভ চুরি: ফিলিপিন্স সিনেটের পরবর্তী শুনানি ১৭ মে

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৬.০৫.২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটের পরবর্তী শুনানি আগামী ১৭ মে।

শুনানি শুরুর পর ক্যাসিনো অপারেটর কিম অং, বরখাস্ত হওয়া আরসিবিসি'র জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো এবং ফিলরেমের মাইকেল ও সালুদ বাদিস্তার ফোন রেকর্ডের সব তথ্য খতিয়ে দেখা হবে বলে জানান ফিলিপিন্স সিনেটর তিওফেস্তো গুইঙ্গোনা।এ শুনানিতে ফিলরেমের হিসাবরক্ষকের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, গতকাল আরো ৫৩ লাখ ডলার ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে ফেরত দিয়েছেন কিম অং।