Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বাংলাদেশ সফর স্থগিত করল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক | তারিখঃ ০১.১০.২০১৫

অস্ট্রেলিয়া জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশ সফর বাতিলই করলো।

উচ্চপর্যায়ের মিটিং শেষে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েসবাইটে সফর স্থগিত করার কথা নিশ্চিত করে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ছয় দিনের বিস্তৃত আলোচনা ও গবেষণার পর আমরা এই উপসংহারে পৌঁছেছি, আমাদের বাংলাদেশ সফর বাতিল করা ছাড়া আর কোনো পথ নেই।
দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের গত সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাত্ করেই সফর পিছিয়ে দেয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকও করে।