Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

স্পোর্টস ডেস্ক | তারিখঃ ০৮.১০.২০১৫

লুইস সুয়ারেজ ফুটবল বিশ্বকাপে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে দিয়ে কলঙ্কিত হয়েছেন। রাগবি বিশ্বকাপে দেখা গেল এমন কাণ্ড। দক্ষিণ আফ্রিকার এক খেলোয়াড় আমেরিকানের ঘাড় কামড়ে হৈ-চৈ ফেলে দিয়েছেন।

ডেইলিমেইল বিষয়টি ‘প্রমাণ করেছে’। পত্রিকাটির ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে কামড়-দৃশ্য। ছবিতে দেখা যায়, আফ্রিকার খেলোয়াড় প্রপ ফ্রান্স তার দাঁত দিয়ে হিংস্রভাবে আমেরিকার ম্যাট ট্রুভিলির ঘাড়ে কামড় দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার অন্য খেলোয়াড়রা দাবি করছেন, তারা বিষয়টি খেয়াল করেননি। আফ্রিকানরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আমেরিকান গণমাধ্যম বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তুলছে।
উরুগুয়ের সুয়ারেজকে কামড়-কাণ্ডে অভিযুক্ত হয়ে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকতে হয়। এবার এই খেলোয়াড়কে কী শাস্তি দেয়া হবে, তা এখনো জানা যায়নি। তবে ইঙ্গিত মিলেছে, ছাড় পাবেন না তিনি।