Print

অবৈধ মুদ্রা ব্যবসা বন্ধের দাবি এমসিএবি’র

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৫.০৫.২০১৬

মানি চেঞ্জারস এসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি) এর নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে অবৈধ মুদ্রা বিনিময় ব্যবসা বন্ধে প্রয়োজনীয়

ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আজ এমসিএবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতের জানানো হয়, গতরাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় এই দাবি উত্থাপন করা হয়। এমসিএবি’র সভাপতি মোহাম্মদ মোস্তফা খান এই দাবি উত্থাপন করে বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংক ও প্রশাসনের কাছে দ্রুত এসব অবৈধ মুদ্রা বিনিময় ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ৬৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মালিকগণ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে এমসিএবি’র সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএইচ জামান, সদস্য আবুল হোসেন সেন্টু প্রমুখ বক্তব্য রাখেন।