Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বাঙ্গুইয়ে দাঙ্গা, জেল পালিয়েছে কয়েকশত কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক  | তারিখঃ  ২৯.০৯.২০১৫

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ে দাঙ্গার ঘটনায় পালিয়ে গেছেন একটি কারাগারের কয়েকশত কয়েদি।

মুসলিম এক ট্যাক্সিচালক নিহত হওয়াকে কেন্দ্র করে শনিবার খৃস্টান মিলিশিয়া ও স্থানীয় মুসলমান বাসিন্দাদের মধ্যে এ দাঙ্গার সূত্রপাত হয়। তিনদিনের এ দাঙ্গায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

সোমবার খৃস্টান মিলিশিয়া বাহিনী বাঙ্গুইয়ের ওই কারাগারে হামলা করে কয়েকশত কয়েদি ও তাদের সদস্যদের পালিয়ে যেতে সাহায্য করে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে। সংঘাতমুখর দেশটিতে ২০১৩ সালে অভ্যুত্থান করে মুসলিম বিদ্রোহী গ্রুপ সেলেকা। গত দুই বছরের নানা সংঘাতে ঘরছাড়া হয়েছেন দেশটির অসংখ্য মানুষ।