Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Star Cure

কুবিতে প্রাধ্যক্ষসহ চার প্রশাসনিক পদে নতুন নিয়োগ

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ০৬.০৯.২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিনকে

নতুন নিয়োগ দেয়া হয়েছে এবং ঐ হলের আবাসিক শিক্ষক পদে দুজন ও একজনকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেয়া হয়। বুধবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. আবু তাহের স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশের মাধ্যমে এসকল প্রশাসনিক নিয়োগ সর্ম্পকে জানা যায়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র নন্দীর মেয়াদ শেষ হওয়ায় উক্ত পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিনকে প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক পার্থ চক্রবর্তী ও সিদ্দিকুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় উক্ত পদে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আশিষ চন্দ্র দাস, আইন বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিককে নিয়োগ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর হাসান হাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমানকে উক্ত পদে নিয়োগ দেয় প্রশাসন। যোগদানের তারিখ থেকে পরবর্তি দুই বছর পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের পদসমূহের মেয়াদ কার্যকর থাকবে বলে অফিস আদেশ সূত্রে জানা যায়।