Thursday 19th of January 2017

সদ্য প্রাপ্তঃ

***আগামী রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে বক্তৃতা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

গণিত পরীক্ষা না দিয়েও এসএসসিতে কৃতকার্য!

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৪.০৫.২০১৬ 

পিরোজপুরের ভান্ডারিয়ার এসএসসি পরীক্ষার্থী রেশমা আক্তার গণিত বিষয়ে অংশ নেয়নি।

কিন্তু তারপরও বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে তাকে পাস দেখানো হয়েছে। সিংহখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রেশমা আক্তার।সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।সিংহখালী বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেশমা ওই বিদ্যালয়ে ব্যবসা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে গত ২৩ ফেব্রুয়ারি গণিত বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিল। গণিত ছাড়া বাকি পরীক্ষাগুলোতে সে অংশ নেয়। বুধবার এসএসসির ফলাফল প্রকাশিত হলে শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তার জিপিএ-৪.০৬ পেয়ে পাস করার বিষয়টি দেখানো হয়েছে।বিষয়টি জানতে চাইলে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ভুল করে শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে বোর্ডের ওয়েবসাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো হয়েছে।