Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৬.০১.২০১৮

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে চলছে ভোটগ্রহণ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় তৃতীয় অ্যাকাডেমিক ভবনের ৩০২ নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন সমিতির সদস্যরা। ভোট চলবে বিকেল ৩টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা জানিয়েছেন, এবার নির্বাচনে মোট ভোটার ১৫৩ জন। ছুটিতে থাকা শিক্ষকরাও ভোটে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

নির্বাচনে অংশ নিচ্ছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দল’ এবং ‘নীল দল’ নামে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের দুইটি প্যানেল। দুই প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচনে দ্বিতীয়বারের মতো সমিতির নেতৃত্বে থাকার আশা করেছেন আওয়ামী লীগ সমর্থক ‘নীল দলের’ সভাপতি প্রার্থী বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বপক্ষের শক্তি হিসেবে ন্যায়ের পথে থেকে অন্যায়ের প্রতিবাদ করি এবং শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতিগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। তাই জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

তবে গতবার পরাজয় হলেও এবার জয়ের ব্যাপারে আশাবাদী মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের সভাপতি প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার। তিনি বলেন, এখনো পর্যন্ত আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। জয়ের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের প্রার্থীরা হলেন সহ-সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, কোষাধ্যক্ষ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নুর আলম সিদ্দিক, যুগ্ম-সম্পাদক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমান।

সদস্য প্রার্থীরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নিরব, গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান রিপন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক বিপুল হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রদীপ কুমার সরকার, গণিত বিভাগের বিভাগীয় প্রধান কমলেশ চন্দ্র রায়, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান।

নীল প্যানেলের প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং যুগ্ম সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম।

সদস্য প্রার্থীরা হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের ও সাব্বীর আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন ও হাবিবুর রহমান, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম জিন্নাতুল বাসার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক চার্লস ডারউইন, মার্কেটিং বিভাগের প্রভাষক নুরনবী ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান।