Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


বিনোদন ডেস্ক | তারিখঃ ২৭.০৮.২০১৫

আগামী সিনেমা সিং ইজ ব্লিং-এর শ্যুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি এই ছবি প্রকাশ্যে দেখা যাচ্ছে, আগুনের সঙ্গে লড়াই করছেন অক্ষয়।

ছবির একটি দৃশ্যের শ্যুটিংয়ের আগে এক কিশোরের সঙ্গে অগ্নি বলয়ের মধ্যে দিয়ে যাওয়ার স্টান্ট অনুশীলন করছিলেন। প্রথমে তো সব কিছু ঠিকঠাকই চলছিল। বেশ কয়েকবার কিশোরটিকে সঙ্গে অগ্নি বলয়ের মধ্যে দিয়ে ওপারে খুব সহজেই পার হয়ে যাচ্ছিলেন।অগ্নি বলয়ের ওপরের অংশে অক্ষয়ের পা আটকে যায়। ফলে বলয়টি তাঁর গায়ে পড়ে যায়। পায়ের দিকের অংশের পোশাকে আগুন ধরে যায় অক্ষয়ের। যদিও তাঁর সঙ্গীর কিছুই হয়নি। সঙ্গী কিশোর অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে অক্ষয়ের শরীর থেকে বলয়টি খোলার চেষ্টা করে। শ্যুটিংয়ে উপস্থিত লোকজনও ছুটে আসেন। অক্ষয়ের পোশাকের আগুন নিভিয়ে ফেলা হয়। তাই বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তাই বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সিং ইজ ব্লিং-এর ট্রেলার গত ১৯ আগস্ট প্রকাশিত হয়েছে।