Wednesday 18th of January 2017

সদ্য প্রাপ্তঃ

***উন্নয়ন সূচকে ভারত পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

শুটিংয়ে আহত কৃতি

বিনোদন ডেস্ক | তারিখঃ ১৬.০৫.২০১৬

দিলওয়ালে’র পর কৃতি সানন শুরু করেছেন তাঁর নতুন ছবির কাজ।

তাঁর বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। এর মধ্যে আরেক খবর, শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন কৃতি।

ছবির নাম ‘রাবতা’। রোমান্টিক ঘরানার ছবি হলে হবে কী, অ্যাকশন দৃশ্যও বেশ রয়েছে এতে। এমনই একটি দৃশ্য ধারণের সময়, ছাদে থাকা অবস্থায় কৃতি হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে কনুইয়ে চোট পান। নিচে সেফটি ম্যাট থাকায় বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করার পর তাঁকে কয়েক দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

‘রাবতা’ ছবিটি নির্মিত হচ্ছে ম্যাডহক ফিল্মস এবং টি-সিরিজের ব্যানারে। আগামী বছরের, অর্থাৎ ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কৃতি সাননের বলিউড অভিষেক হয় ২০১৪ সালে, টাইগার শ্রফের প্রথম ছবি ‘হিরোপান্তি’র মাধ্যমে। এর পর গেল বছরে বহুল প্রতীক্ষিত ‘দিলওয়ালে’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেন তিনি। ‘রাবতা’ হতে যাচ্ছে তাঁর তৃতীয় বলিউডি ছবি। এ ছাড়া দুটি ব্যবসাসফল তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি।