Print

নেপালে মধ্যম মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | তারিখঃ ০৫.০৫.২০১৬

মধ্যম মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে।

রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩২ মিনিটে ওই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নেপালের জাতীয় ভূমিকম্প সেন্টার বলছে, কাঠমান্ডু থেকে ৬০০ কিলোমিটার পশ্চিমের কালিকোট জেলায়  ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল দেশটির পশ্চিমাঞ্চলের বাঝাং জেলায় ৪.২ মাত্রার কম্পন অনুভূত হয়।গত বছরের এপ্রিলে নেপালে ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৪৫১ বার আফটার শক অনুভূত হয়েছে। তবে বুধবার ওই কম্পন আফটার শক নয়। এপ্রিলের ওই ভুমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়ে নেপাল। এ ঘটনায় প্রাণহানি ঘটে অন্তত ১০ হাজার মানুষের। এছাড়া গৃহহীন হয়ে পড়ে আরো কয়েক লাখ মানুষ।