Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বিনোদন ডেস্ক | তারিখঃ ০৬.১০.২০১৫

অজি স্পিডস্টার ব্রেট লি তার আলোচিত ‘আনইন্ডিয়ান’ ছবির ট্রেলরও এরই মধ্যে প্রকাশ পেয়েছে। আসছে অক্টোবরেই মুক্তি পেতে চলেছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহেই সিনেমাটির মুক্তি দেওয়া হবে। অস্টেলিয়ার হলে মুক্তি পেতে চলেছে এই ব্রেট-লি অভিনীত ছবিটি। সেখানে দেখানো হবে সবমিলিয়ে মোট ৮০টি হলে। আলোচিত ব্রেট লির ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
ছবিটির প্রযোজনা করেছেন সিডনির বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত অনুপম শর্মা৷ এর আগে গত জুলাইয়ে ইন্দো-অস্ট্রেলিয়ান ছবিটির ট্রেলর মুক্তি পায়। তখন থেকেই সাধারণ মানুষের আগ্রহ ছিল আনইন্ডিয়ান ছবিটির প্রতি।