Print

বিচারের কাঠগড়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | তারিখঃ ১৩.০৫.২০১৬

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে সংসদীয় বিচারের মুখোমুখি করার পক্ষে দেশটির সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

রুসেফকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ৫৫ জন সদস্য ও বিপক্ষে ২২ জন। ২০১৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বাজেট ঘাটতি গোপনের অভিযোগ উঠে রুসেফের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। তার বিচার চলাকালীন ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমের দায়িত্ব পালন করবেন।দিলমা রুসেফ ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট। ১৮০ দিন ধরে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার চলবে। এই সময়ে তিনি প্রেসিডেন্টের পদ থেকে দূরে থাকবেন। তাকে বহিষ্কারের মধ্য দিয়ে আমেরিকার বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে বামপন্থী ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।আগামী ৫ আগস্ট থেকে রিও ডি জেনিরোতে অলিম্পিক গেমস শুরু হবে। এ সময়ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। এর আগে সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার বন্ধের আবেদন জানান। কিন্তু সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়।