Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


স্পোর্টস ডেস্ক | তারিখঃ ০৮.১০.২০১৫

আন্তর্জাতিক কোন ম্যাচ এ বছর খেলার সুযোগ ছিলো না টাইগারদের। টাইগারদের চাঙ্গা রাখতে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ হতে পারে নভেম্বরে।

২০১৬ সালে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের।
অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর এ সিরিজটি জিম্বাবুয়ে ক্রিকেটকে দুই দফায় আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। বিসিবির সে প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছে জিম্বাবুয়ে। সূচি এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার দুবাইয়ে আইসিসির সভায় দুই বোর্ড মিলে বিষয়টি চূড়ান্ত করবে।
বুধবার মিরপুরে বোর্ড পরিচালকদের সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, নভেম্বরে দুটি টেস্ট খেলে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে। ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে আবারো জানুয়ারিতে আসবে তারা।টেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছর অক্টোবর-নভেম্বরে। সে সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছিল মুশফিকুর রহিমের দল।