Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


স্পোর্টস ডেস্ক | তারিখঃ ১০.১০.২০১৫

সাবেক ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ তিন বছরের জন্য ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।সম্পতি দলের কাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয় ব্রেন্ডন রজার্সকে। এর পরই দলের নতুন কোচ হিসেবে ক্লপ ও আনচেলত্তির নাম উঠে আসছিল।

চুক্তি সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার ব্যক্তিগত জেট বিমানে চড়ে লিভারপুলের উদ্দেশ্যে উড়াল দেন ক্লপ। চুক্তি মতে বার্ষিক পাঁচ মিলিয়ন পাউন্ড পাবেন ক্লপ। বোনাসসহ ‍অঙ্কটা সাত মিলিয়নের মতো হবে।
এদিকে ক্লপের দুই ঘনিষ্ঠ সহকারী জেলিকো বুভাক ও পিটার ক্রাউইটজেরও অ্যানফিল্ডে যোগ দেয়ার কথা শোনা যাচ্ছে। ক্লপের ১৪ বছরের কোচিং ক্যারিয়ার জুড়ে এ দুজন তার সহকারী হিসেবে কাজ করে আসছেন।
এবার দেখা যাক ক্লপের অধীনে লিভারপুল কক্ষপথে ফিরতে পারে কিনা।