Friday 31st of March 2017

সদ্য প্রাপ্তঃ

***কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে * ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নিতে মালিকদের আদেশ হাইকোর্টের আপিল বিভাগের***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

'সেনাবাহিনীর উচিত ছিল বারাক ওবামাকে গুলি করে মারা'

আন্তর্জাতিক ডেস্ক | তারিখঃ ১৪.০৫.২০১৬

অ্যান্টনি সেনেকাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'আমাদের সেনাবাহিনীর উচিত ছিল বারাক ওবামাকে তুলে নিয়ে তার প্রথম মেয়াদেই তাকে শত্রুর চর হিসেবে গুলি করে মারা'

আমেরিকায় প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বাসায় বাটলার বা প্রধান গৃহভৃত্য হিসেবে ৩০ বছর কাজ করেছিলেন অ্যান্টনি সেনেকাল।তবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে জড়িত কর্মীরা সেনেকালের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।ডোনাল্ড ট্রাম্প ও অ্যান্টনি সেনেকালট্রাম্প প্রচারণা শিবিরের মুখপাত্র হোপ হিকস এক বিবৃতিতে জানিয়েছেন, 'তিনি (সেনেকাল) এখন ট্রাম্পের কর্মী নন। ২০০৯ সালের জুনে তিনি ট্রাম্পের কাজ ছেড়ে দেন।'তিনি বলেন, 'আমরা সেনেকালের এই জঘন্য মন্তব্যের তীব্র নিন্দা করি।'সেনেকালের এই পোস্টের খবর প্রথম প্রকাশ্যে আনে 'মাদার জোন্স' নামে এক পত্রিকা।তবে পরে সেনেকাল বিভিন্ন সংবাদ সংস্থার কাছে স্বীকার করেন যে, তিনি এ ধরনের কথা লিখেছেন।বৃহস্পতিবার ৮৪ বছর বয়স্ক সেনেকাল সংবাদ সংস্থা সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে বলেন, 'বারাক ওবামাকে হোয়াইট হাউসের বাইরে ফাঁসিতে ঝোলানো উচিত।'তিনি এ সময় হোয়াইট হাউসকে 'হোয়াইট মস্ক' বা 'সাদা মসজিদ' বলেও উল্লেখ করেন।নিউইয়র্ক টাইমস গত মার্চে অ্যান্টনি সেনেকালকে নিয়ে তাদের এক নিবন্ধে লিখেছিল, ২০০৯ সালে অবসর নেবার পরেও তিনি ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বিশাল বাসভবন মার-আ-লাগোতে বসবাস করতেন 'অনানুষ্ঠানিক ঐতিহাসিক' হিসেবে।ওই নিবন্ধে আরও লেখা হয়, 'সেনেকাল জানেন ট্রাম্পের ঘুমের সময় কখন এবং কীভাবে রাঁধা স্টেক খেতে তিনি ভালবাসেন। তার বাসায় চুল স্টাইল করার সেলুন থাকলেও ট্রাম্প কিন্তু বলতে পছন্দ করেন যে, সব সময়ই নিজেই তিনি নিজের চুল স্টাইল করেন।'