Print

অন্ধ্র প্রদেশে দেয়াল ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | তারিখঃ ১৫.০৫.২০১৬

অন্ধ্র প্রদেশে নির্মাণাধীন শপিংমলের দেয়াল ধসে পড়ার ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে বিজয়াওয়াদা থেকে ৩৫ কিলোমিটার দূরের গুনতুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ভবনের নির্মাণকাজ করার সময় হঠাৎ করেই এর দেয়াল ধসে পড়ে। সেসময় আট শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছে উদ্ধারকর্মীরা। এছাড়া মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইদু ডেপুটি এন রাজাপ্পাকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।