Print

রাশিয়ায় সরকারি চাপের মুখে তিন সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | তারিখঃ ১৫.০৫.২০১৬

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারিবারিক ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় চাপের মুখে রাশিয়ার একটি গণমাধ্যম গ্রুপের তিনজন সম্পাদক পদত্যাগ করেছেন। 

সম্প্রতি দেশটির আরবিসি গ্রুপের একটি দৈনিকে কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে মেয়ের জামাই সহ পুতিনের ঘনিষ্ট কয়েকজনের ব্যবসায়িক বিভিন্ন চুক্তির তথ্য উঠে আসে।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা ওই সংবাদপত্র অফিসে অভিযান চালায়। একই সঙ্গে চাপপ্রয়োগ করতে থাকে। এর জেরে সম্পাদকরা পদত্যাগ করেছেন।তবে ওই গ্রুপের উপর চাপ প্রয়োগের তথ্য অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পদত্যাগকারী তিন সম্পাদক হলেন, আরবিসি মিডিয়া গ্রুপের এডিটর-ইন-চিফ এলিজাভেটা ওসেতিনসকায়া, আরবিসি নিউজ অ্যাজেন্সির এডিটর-ইন-চিফ রোমান বাদানিন ও এই গ্রুপের একটি দৈনিকের এডিটর-ইন-চিফ ম্যাক্সিম সোলিয়াস।তবে ক্রেমলিনের চাপের মুখে ওই তিন সম্পাদক পদত্যাগ করেছেন কিনা সেবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অারবিসি গ্রুপ। সম্পাদকের পদত্যাগের পর আরবিসি গ্রুপের আরো অনেক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে বলছেন, খুব শিগগিরই তারাও পদত্যাগ করবেন।রাশিয়ায় গণমাধ্যমের ওপর সরকারি চাপ নতুন নয়। এর আগেও প্রেসিডেন্ট ও সরকারি অন্যান্য সংস্থাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে ক্রেমলিনের চাপের মুখে বেশ কিছু গণমাধ্যম হয় বন্ধ হয়ে গেছে নতুবা অফিস অন্য দেশে সরিয়ে নিয়েছে।