Print

সমাধিক্ষেত্র নিয়ে সংঘর্ষ, রাশিয়ায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | তারিখঃ ১৫.০৫.২০১৬

মস্কোর একটি সমাধিক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুটি নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে।

রুশ সংবাদমাধ্যম বলছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল খোভান্সকোয়ের বৃহত্তম ওই সমাধিক্ষেত্রে দুই শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, গাড়িতে করে পালানোর সময় এক গ্রুপের হামলায় দুজন নিহত হয়। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ অ্যাজেন্সি বলছে, এ ঘটনায় অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তারা, তবে গোলাগুলির কারণে কেউ আহত হয়েছে কিনা সেবিষয়ে কোনো তথ্য নেই।শনিবার রুশ সংবাদমাধ্যম স্পুটনিক বলছে, মস্কোর সমাধিক্ষেত্রে সংঘর্ষে তিনজন নিহত ও আরো অনেকেই আহত হয়েছেন। পুলিশের মুখপাত্র সোফিয়া খোতিনা বলেন, সমাধিক্ষেত্রের দুটি গ্রুপের কর্মীদের মধ্যে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, সমাধিক্ষেত্রের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তবে সংঘর্ষে প্রথমে এক পুলিশ কর্মকর্তা নিহত হয় বলে জানানো হয়েছিল।রাশিয়ার গণমাধ্যম বলছে, কবরস্থানের লাভজনক ব্যবসা নিয়ে সাবেক সোভিয়েত মধ্য এশিয়া ও ককেশাসের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মধ্যে লড়াই চলে আসছে। সহিংসতা দমনে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫০০ একর আয়তনের ওই সমাধিক্ষেত্র অবস্থিত।