Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Star Cure


আন্তর্জাতিক ডেস্ক  | তারিখঃ ১৫.১০.২০১৫

ভারতীয় সাইবার সিকিওরিটি সংস্থা (CERT) ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া আইএসের দুটো ওয়েবসাইট ব্লক করে দিল। এই দুটো ওয়েবসাইটের সঙ্গেই ফেসবুক পেজে আইসিসের হয়ে ক্রমাগত প্রচার চালানো হচ্ছিল।

আইসিসের দুটো প্রচার ওয়েব পোর্টালের একটি কী ভাবে বোমা বানাতে হয়, তার বিস্তারিত রয়েছে। অন্য একটি প্রচার ওয়েব পোর্টালে জঙ্গি-প্রশিক্ষণ সংক্রান্ত খুঁটিনাটি জানানো হয়েছে।বুধবার ভারতীয় গোয়েন্দা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে ভারতীয় সাইবার সিকিওরিটি সংস্থার (CERT) প্রায় একঘণ্টা ধরে বৈঠকের পর, আইসিসের নামে চালানো ওয়েবসাইট দুটো ব্লক করা হয়।
জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বছর এখনও পর্যন্ত প্রায় ৬০টির মতো ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পেজ সরকারি নির্দেশে ব্লক করা হয়েছে।