Thursday 23rd of March 2017

সদ্য প্রাপ্তঃ

***মুফতি হান্নানের দণ্ড কার্যকর করতে প্রস্তুত কেন্দ্রীয় কারাগার,ফাঁসি কার্জকর যেকোনো সময়***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে মা, উচ্ছ্বসিত মোদি

আন্তর্জাতিক ডেস্ক | তারিখঃ ১৬.০৫.২০১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে প্রথমবারের মতো তার মা হিরাবেন বেড়াতে এসেছিলেন।

এনডিটিভি বলছে, রাজধানী দিল্লির রেস কোর্স রোডের এই ভবনে মোদী প্রায় দুইবছর ধরে বাস করছেন। হিরাবেন গুজরাটে তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার পর মোদী তার সরকারি বাসভবনে মায়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, আমার মা গুজরাট ফিরে গেছেন। দীর্ঘদিন পর দারুণ সময় কাটিয়েছি তার সঙ্গে। আরসিআর-এ (রেস কোর্স রোড রেসিডেন্স) এই প্রথমবারের মতো তিনি এসেছিলেন। ছবিগুলোর একটিতে দেখা যায়, হিরাবেন একটি হুইলচেয়ারে বসে আছেন আর ছাইরঙা টিশার্ট ও কালো ট্রাউজার পরিহিত ছেলে প্রধানমন্ত্রী মোদী তাকে বাসভবনের বাগানে থাকা বিভিন্ন গাছ দেখাচ্ছেন। অপর একটি ছবিতে দেখা যায়, কুর্তা পায়জামা এবং ওয়েস্টকোট পরিহিত মোদী একটি সোফায় বসে মাকে একগ্লাস পানীয় তুলে দিচ্ছেন। হিরাবেন উত্তর গুজরাটের মেহসানা জেলার ছোট্ট শহর ভাদনগরে তার পৈত্রিক বাড়িতে বসবাস করেন।