Print

আব্বাসকে আলোচনায় বসতে বললেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক  | তারিখঃ ১৭.১০.২০১৫

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা চালাতে ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছেন ।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান—তিনি প্রকৃত অর্থে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের দুয়ার খোলা রাখতে চান। তবে জেরুজালেমে প্যালেস্টাইনিদের হাতে ছুরিকাঘাতে ইসরাইলি হত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় সেখানে ব্যাপক সংখ্যক সামরিক সদস্য মোতায়েন করার পক্ষে সাফাই দেন তিনি।এ দিকে, এ অঞ্চলে গত ১৪ দিনে ছুরিকাঘাতে ৭ জন ইসরাইলি নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। পবিত্র আল-আকসা মসজিদপ্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশ ও ইসরাইলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে গত মাসে এ সংঘাতের সূচনা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ফিলিস্তিনি ও ৪ ইসরাইলির মৃত্যু হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন দুই সহস্রাধিক লোক।