Saturday 25th of March 2017

সদ্য প্রাপ্তঃ

***আইপিএলকে বাতিল করে দিল বিসিসিআই!***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

বনানীতে আবাসিক ভবনে আগুন

জাতীয় ডেস্ক | তারিখঃ ০৯.০১.২০১৭

ঢাকার বনানীতে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর নেভানোর কাজ শুরু করেছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম‌্যান রবিউল ইসলাম জানান, সোমবার বেলা আড়াইটার দিকে ১৭ নম্বর রোডে আমেরিকান ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটির পাশে বসতি হরাইজন টাওয়ার নামের ওই ভবনে আগুন লাগে। 

অগ্নি নির্বাপক বাহিনীর ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। ১৮ তলা ওই ভবনের সবগুলো ফ্লোরেই বিভিন্ন বাণিজ‌্যিক প্রতিষ্ঠানের কার্যালয়। কাছেই হোটেল সারিনা। 

ওই ভবনের একটি ট্র্যাভেল এজেন্সির এক কর্মী জানান, আগুনের উৎপত্তি হয় ভবনের নিচতলায়। পরে তা বিদ‌্যুতের তারের মাধ‌্যমে উপরের দিকে যায় বলে তার ধারণা।

আগুন লাগার পর কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকে ফেইসবুকে ছবি ও ভিডিও দিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে থাকেন।

শাহরুখ পিকুল নামের একজন ফেইসবুকে লেখেন, আগুন ছোট হলেও প্রচুর ধোঁয়া। এ কারণে আতঙ্কও বেশি। লোকজন মরিয়া হয়ে বেরিয়ে আসছে। ৪০-৪৫ মিনিটের মধ‌্যে ফায়ার ট্রাক চলে এসেছে, ঢাকার যানজটের বিবেচনায় এটা খারাপ বলা যায় না।

ফেইসবুকে আরেকজন জানান, ধোঁয়া বাড়তে শুরু করার পর ১৩ ও ১৪তম তলায় কিছু লোক আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।
ভবনের উপরের ফ্লোরগুলো থেকে অনেকে আতঙ্কিত হয়ে ছাদে উঠে যান। অনেককে রেলিং টপকে পাশের ভবনেও চলে যেতে দেখা যায়।

ঠিক কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। একজনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার কথা জানিছেন ফায়ারম‌্যান রবিউল ইসলাম।