Print
Category: জাতীয়

জাতীয় ডেস্ক | তারিখঃ ২০.০৮.২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মেরামত করে দেয়া হবে।

পাশাপাশি নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত বন্যার্তদের সহায়তা দেয়া হবে। রবিবার দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বন্যার পানি নেমে গেলেই রাস্তা ও অন্যান্য অবকাঠামো সংস্কারের কাজ শুরু হবে। আর যাদের বাড়ি-ঘর ভেঙে গেছে তাদের স্থাপনা ফিরিয়ে দেয়া হবে।

তিনি বলেন, যে সকল শিক্ষার্থীদের বই-খাতা বন্যার পানিতে ভেসে গেছে তাদের নতুন করে বই দেয়া হবে। বন্যার্তদের জন্য সার্বক্ষণিক সহযোগীতা ও খোঁজ-খবর নিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। এর আগে সকাল ১০টার পর দিরাজপুর গোর- এ শহীদ ময়দানে হেলিকপ্টারে তিনি অবতরণ করেন। এরপর তিনি দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের কাছে চলে যান। সেখানে তিনি বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, দিনাজপুর বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। জানা গেছে, এরপর প্রধানমন্ত্রী বিরল উপজেলার তেঘরা হাইস্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে তিনি কুড়িগ্রামের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবেন।