Print
বিভাগঃ জাতীয়

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেছেন

জাতীয় ডেস্ক | তারিখঃ ১১.০৫.২০১৬

ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত কিছুদিন ধরেই মুম্বাইয়ের ঐ হাসপাতালে ভর্তি ছিলেন মি. মানকিন।অবস্থার অবনতি হলে আজ ভোররাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।মি. মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহের হালুয়াঘাট-ধোবাউড়া আসনে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।২০০৮ সালে পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মি. মানকিন।২০০৯ সালের থেকে ২০১২ সাল পর্যন্ত সংস্কৃতি–বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।সবশেষ তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।