Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

কুয়াকাটায় ট্রলারে ডাকাতি : অপহৃত ২, গুলিবিদ্ধ ৬

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৪.১০.২০১৫

পটুয়াখালীর কুয়াকাটার কাছে গভীর সাগরে গতকাল সোমবার দিবাগত রাতে তিনটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে।

এ সময় ছয় জেলে গুলিবিদ্ধ হয়। অপহরণ করা হয়েছে ট্রলারের দুই মাঝিকে কুয়াকাটা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপপরিদর্শক সঞ্জয় কুমার মণ্ডল বলেন, সুন্দরবনের কয়া এলাকায় সোমবার মাঝরাতে ডাকাতির ঘটনা ঘটে। ট্রলার এফবি মার্জিয়াতে করে গুলিবিদ্ধ ছয় জেলে আজ মঙ্গলবার সকালে কুয়াকাটায় পৌঁছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—হাচন আলী (৩৬), মান্নান মির্জা (৩৬), আমির হোসেন (৩৮), ফয়সাল (৩৮), শাহ আলম (৪০) ও কাইয়ুম (৪১)। তাঁরা সবাই জেলে। হাচন আলী, মান্নান মির্জা ও আমির হোসেনের বাড়ি ভোলার চরফ্যাশনে এবং অন্যদের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। গুলিতে আহত জেলেরা জানান, ডাকাতরা শটগান দিয়ে অতর্কিতে তাঁদের ওপর গুলি চালায়। এ সময় প্রায় ২০ লাখ টাকার মালামাল, জাল ও ট্রলারের অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে ডাকাতরা।