Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

ভিয়েতনামে গরু সুন্দরী প্রতিযোগিতা

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৭.১০.২০১৫

মানুষের মধ্যে সেরা সুন্দরীদের প্রতিযোগিতা তো হামেশাই হচ্ছে।

কিন্ত গরুদের নিয়ে সেরা সুন্দরী প্রতিযোগিতার কথা কি কখনো শুনেছেন? সম্প্রতি এরকম অদ্ভুত একটি প্রতিযোগিতা বসেছিল ভিয়েতনামে। মানুষ নয়, সুন্দর সুন্দর গরুই ছিলো এই প্রতিযোগিতার মূল আকর্ষণ। প্রতিযোগিতায় অংশ নেয় ১২৬ গুরুর মধ্য থেকে বেছে নেয়া হয়েছে সেরা সুন্দরী এক দশকেও বেশি সময় ধরে ভিয়েতনামের হ্যানয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে গরুর সুন্দরী প্রতিযোগিতার রীতি চলে আসছে। ডেইরি ফার্মিংয়ের উন্নয়নের জন্য হ্যানয়ের মক চাউ মালভূমিতে 'মিস মিল্ক কাউ' নামের এ আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। গরুকে সাজিয়ে গুজিয়ে প্রতিযোগিতায় নিয়ে আসে মালিকরা। আর 'মিস দুধেল গাই' খেতাব জিতে ৪ বছরের স্বাস্থ্যবতী এক সুন্দরী।