Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

জাতীয় ডেস্ক | তারিখঃ ১৮.০১.২০১৭ 

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৬ সালে দেশে সাক্ষরতার হার ছিল শতকরা ৭১ ভাগ।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৭৩ ভাগ ও নারী সাক্ষরতার হার ৬৮ দশমিক ৯ ভাগ। ২০০৯ সালে দেশে এ হার ছিল ৪৬ দশমিক ১৫ ভাগ।

মুস্তফা কামাল বলেন, জেলাওয়ারী সাক্ষরতার হারের মধ্যে রয়েছে, ঢাকায় ৭০ দশমিক ৫৪ ভাগ, ঝালকাঠিতে ৬৬ দশমিক ৬৮ ভাগ, পিরোজপুরে ৬৪ দশমিক ৮৫ ভাগ, গাজীপুরে ৬২ দশমিক ৬০ ভাগ, নড়াইলে ৬১ দশমিক ২৭ ভাগ, বরিশালে ৬১ দশমিক ২৪ ভাগ, খুলনায় ৬০ দশমিক ১৪ ভাগ, ফেনীতে ৫৯ দশমিক ৬৩ ভাগ, বাগেরহাটে ৫৮ দশমিক ৯৮ ভাগ, চট্টগ্রামে ৫৮ দশমিক ৯১ ভাগ, কুমিল্লা ৫৩ দশমিক ৩২, সিলেট ৫১ দশমিক ১৮, রাজশাহী ৫২দশমিক ৯৮, রংপুর ৪৮ দশমিক ৫৫ এবং ময়মনসিংহ ৪৩ দশমিক ৪৯।