Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

শরীরজুড়ে সাদা পোকা, মরে গেছে হাজারো কড়ই

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ০৬.১০.২০১৫

দ্রুত বর্ধনশীল ও ছায়াদানকারী বৃক্ষ হিসেবে রেইনট্রি বা কড়ইগাছ জনপ্রিয়।

আর এ কারণে সড়কের পাশে লাগানো হয় এ প্রজাতির গাছ। বিশেষ করে নতুন সড়ক বা সেতু কিংবা কালভার্টের ধারে এ গাছ দেখা যায় দেশের অনেক স্থানেই। সম্পতি খুলনার রূপসায়  হজরত খানজাহান আলী (রহ.) সেতুর দুই পাশের সড়কে লাগানো অসংখ্য রেইনট্রি বা কড়ইগাছ একধরনের পোকার আক্রমণে মারা যাচ্ছে। ছোট ছোট সাদা পোকার আক্রমণে প্রথমে পুরো গাছ ছেয়ে যায়। এরপর আস্তে আস্তে শুকিয়ে আসে এর ডালপালাসহ পুরো গাছ। পোকার আক্রমণে ভেতর থেকে ফাঁপা এসব গাছ একটু বাতাস হলেই ভেঙে পড়ে।   প্রায় একযুগ আগে সেতু নির্মাণের সময় এর দুই পাশের সড়কে রেইনট্রিসহ নানা ধরনের গাছ লাগানো হয়। কিন্তু গত ছয় মাস ধরে এসব পোকার আক্রমণে মারা গেছে সহস্রাধিক গাছ। রোগ নির্ণয় করতে না পেরে দ্রুত গাছগুলো কেটে ফেলা ও তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে সড়ক ও  জনপথ বিভাগ।