Thursday 27th of October 2016

সদ্য প্রাপ্তঃ

***জাতিসংঘে প্ল্যানিং অফিসার হিসেবে যোগদান করলেন এসপি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী,রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিন্দন জানিয়েছেন জালাল উদ্দিন আহমেদ চৌধুরী***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

UCB Debit Credit Card

যদি মন কাঁদে,

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১২.০৫.২০১৬

যদি মন কাঁদে,

—হুমায়ূন আহমেদ

 

যদি মন কাঁদে,
তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়…
এসো ঝর ঝর বৃষ্টিতে,
জল ভরা দৃষ্টিতে
যদি কোমলও শ্যামলও ছায়।
চলে এসো, তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, এক
বরষায়…
যদিও তখন আকাশ থাকবে বৈরী,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি…
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে তুমি চলে এসো এক
বরষায়…
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..
চলে এসো, চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়….