Thursday 30th of March 2017

সদ্য প্রাপ্তঃ

***৩১ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতীয় সেনা প্রধান***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

বিশ্বের সবচেয়ে বড় হোটেল!

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১২.০১.২০১৭

বিলাসিতা এবং রাজকীয়তা কাকে বলে, তা হয়ত সৌদি আরবের মানুষরা সবচেয়ে ভাল জানেন।

আর তাই সৌদি আরবের মক্কা শহরের ‘আবরাজ কুদাই’-কেই বিশ্বের সবচেয়ে বড় হোটেল বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে হোটেলটির নির্মাণের কাজ এখনও চলছে। ২০১৭ সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

আবরাজ কুদাই হোটেলের মূল আকর্ষণ, ১০,০০০ ঘর, ৭০টি রেস্তোরাঁ, এবং ৫টি হেলিপ্যাড। ১.৪ মিলিয়ন বর্গমিটার স্থান জুড়ে বিস্তৃত এই হোটেলে রয়েছে ১২টি উঁচু টাওয়ার। এছাড়াও, ফুড কোর্ট, বাস স্টেশন, কনভেনশন সেন্টার, শপিং মল, অতিরিক্ত কয়েকটি বলরুম— এই হোটেলটিকে একটি ছোট শহরের রূপ দিয়েছে।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় এই হোটেলটির জন্য যে অঙ্কের টাকা বরাদ্দ করেছে তা প্রায় ৩.৫ বিলিয়ন ডলার। এই বিল্ডিংটির নকশা প্রস্তুত করেছে দার-আল-হান্দাশ গ্রুপ।

বিল্ডিং-এর উপরের পাঁচটি ফ্লোর সৌদি আরবের রাজপরিবারের জন্য বরাদ্দ রয়েছে। এসব থেকে বোঝাই যায় যে, আমজনতার জন্য এই হোটেল একেবারেই নয়।