Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বিশ্বরেকর্ডে যৌনতা!!

বিডিনিউজডেস্ক.কম 
তারিখঃ১২.০৬.২০১৫
পৃথিবীর খুব সাধারণ থেকে শুরু করে অবিশ্বাস্য নানা ঘটনা নিয়েই গিনেজ বুক অব ওয়ার্ল্ড ঘোষণা করে তাদের বিশ্ব রেকর্ড। আপনি কি জানেন, গিনেজ বুক অব ওয়ার্ল্ডের কাছে রয়েছে যৌনতা সম্পর্কিত নানা রেকর্ড?

অবিশ্বাস্য হলেও সত্যি যে গিনেজ প্রতি বছরই অন্য সবকিছুর মত যৌনতা বিষয়েও নতুন নতুন রেকর্ডের সন্ধান করে। জেনে নিন যৌনতা সম্পর্কিত বিভিন্ন রেকর্ড-

১. গ্রীসের মানুষ বিশ্বের মধ্যে যৌনমিলনে বিশ্বরেকর্ডধারী । এরা বছরে গড়ে ১৬৪ বার যৌনমিলন করে থাকে । যেখানে বিশ্বের গড় হচ্ছে মাত্র ১০৩ বার।

২. অনেক যৌন বিশেষজ্ঞ চামড়াকে বা স্কিন কে সবচে বড় যৌনাঙ্গ এবং মস্তিস্ককে সবচেয়ে শক্তিশালী যৌনাঙ্গ বলে থাকেন।

৩. পুরুষের বীর্যপাতের গড় বেগ ২৮ মাইল/ঘণ্টা

৪. একজন মহিলার সবচেয়ে বেশি রেকর্ড আছে অরগাজমের এবং তাহলো এক ঘণ্টায় ১৩৪ বার।

৫. বিশ্বে প্রায় ২০% মহিলা জীবনে কখনই অরগাজম পায় না । এমনকি বিখ্যাত সেক্স আইডল মেরিলিন মনরো জীবনে কখনও অরগাজম পাননি তার অনেক প্রেমিক থাকা সত্ত্বেও।

৬. একজন নারী তার মাসিকের সময় সবচেয়ে শক্তিশালী অর্গাজমগুলো পেতে পারেন । কারন এই সময় তার যৌনাঙ্গে রক্তের পরিমান সবচেয়ে বেশি থাকে।

৭. একজন মেয়ে যে যৌনাঙ্গ নিয়ে সন্তুষ্ট সে একজন অসন্তুষ্ট মেয়ের চেয়ে ছয় গুন বেশি সেক্সুয়ালি আনন্দ পায়।

৮. বড় স্তন হলেই মেয়ে বেশি যৌনাবেদনময়ী , কথাটা ঠিক নয়।

৯. একজন পুরুষ তার সারা জীবনে ১-২ ট্রিলিয়ন শুক্রানু নির্গত করে থাকে।

১০. একজন পুরুষ প্রতিবারে ১-২ চা চামচ বীর্য নির্গত করে।

১১. একজন সক্ষম পুরুষ সারাজীবনে ১৪ গ্যালন বীর্য নির্গত করে থাকে।

১২. যেসব পুরুষ গৃহকর্মে অংশ নেয় তারা সেক্স বেশি করে।

১৩. একজন পর্ণ স্টার ২৪ ঘণ্টায় ৯১৯ জন পুরুষের সাথে সেক্স করে বিশ্বরেকর্ড গড়েন।