Tuesday 25th of October 2016

সদ্য প্রাপ্তঃ

***নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত, ২ নম্বর সংকেত***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

UCB Debit Credit Card

বিশ্বের বয়স্কতম মানুষের মৃত্যু

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৪.০৫.২০১৬

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। নিউইয়র্ক শহরে বাস করতেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সুসানা মুশাত জোনস। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। বৃহস্পতিবার তার মৃত্যুর হয়েছে। একটি গবেষণা সংস্থা এ তথ্য জানিয়েছে। জোনস ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মগ্রহণ করেন।  হাইস্কুলে পড়াশুনা শেষ করে তিনি ১৯২২ সালে নিউ জার্সিতে চলে আসেন। পরে সেখান থেকে নিউইয়র্কে আসেন। এখানে তিনি গৃহ পরিচালিকা এবং শিশু দেখাশুনার কাজ শুরু করেন। ১৯৬৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। জোনস জানিয়েছিলেন, পর্যাপ্ত ঘুমই তাকে দীর্ঘায়ূ দান করেছে। আর তিনি কখনো ধুমপান বা অ্যালকোহল পান করেননি। জেরোনতোলোজি গবেষণা সংস্থা জানিয়েছে, জোনসের মৃত্যুর পর এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তির উপাধী পাচ্ছেন এম্মা মোরানো মারতিনুজ্জি। ইতালিতে থাকা এই ব্যক্তির বয়স ১১৬ বছর।