Print

অফিসেই ঘুমের ব্যবস্থা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৪.০৫.২০১৬

অফিস সময়ে অফিসেই নাক ডেকে ঘুমানোর সুযোগ করে দিয়েছেন চীনের এক কোম্পানির মালিক দাই ঝিয়াং।

ডেস্কে বসে ঝিমানো-টিমানো নয়, কাজের ফাঁকে একেবারে বিছানায় টান টান হয়ে শুয়ে ঘুমানোর সুযোগ। কর্মীদের প্রতি মালিকের এমন বদান্যের কারণও রয়েছে। সেটা হলো মালিকের জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা। বেইজিংয়ের বাসিন্দা ৪০ বছর বয়সী মালিক দাই ঝিয়াং প্রথম জীবনে একজন প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। টানা ৭২ ঘণ্টার শিফটে ক্লান্ত হয়ে মাঝে মাঝে ঝিমানো শুরু করতেন তিনি। এ কারণে প্রায় সময় মালিকের বকাঝকা ও গালমন্দ শুনতে হতো তাকে। নিজের কর্মজীবনে এমন তিক্ত অভিজ্ঞতাই তাকে শ্রমিক-কর্মীদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। গত বছর বাইশান ক্লাউড নামে নিজে একটি কোম্পানি খোলেন। প্রতিষ্ঠার শুরুতেই অফিসের কোনায় কোনায় ১২টি বাংক বেড করার নির্দেশ দেন তিনি। তার কথা হলো, প্রযুক্তি ক্ষেত্রে মানুষের মস্তিষ্ককে সব সময় ব্যস্ত থাকতে হয়। তাই কর্মীদের ক্লান্তি কাটানো এবং তাদের কাজের প্রতি উৎসাহী ও দায়িত্বশীল করে তোলার জন্য বিশ্রাম দিতে হয়। আমার কোম্পানিতে তাই দিনের বেলায় কর্মীদের বিশ্রাম নেওয়ার সুযোগ রাখা হয়েছে।