Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

ঘুমের মধ্যে ঘাম ঝরতে পারে যেসব কারণে

লাইফস্টাইল ডেস্ক  | তারিখঃ ১০.০৯.২০১৫

অনেকেই শান্তিতে ঘুম দিয়েও গভীর রাতে ঘেমে নেয়ে ওঠেন। মাঝে মধ্যে দুঃস্বপ্নের পেরেশানি ভিন্ন বিষয়।

কিন্তু এমনিতেই যদি প্রায়ই এমন ঘটে, তবে আপনার অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে। সাধারণত শিশুদের এমনটা হয়। আবার নারীদের মেনোপজের সময়ও এমন ঘটতে পারে। স্বাভাবিক কারণের একটি হলো, গরমের সময় দেহের তাপমাত্রা বেড়ে গেলে ঘেমে যাওয়াটা সমস্যা নয়। আবার স্বাভাবিক তাপমাত্রা থাকা অবস্থাতেও যদি আপনি ভারী পোশাকে বিছানায় যান, তবুন ঘাম আসতে পারে। আবার রাতে যদি ব্যায়াম করে ঘুমাতে যান, সে ক্ষেত্রেও ঘুমের মধ্যে ঘামতে পারেন। ঘুমের নানা স্তরের মধ্যে ধারাবাহিকতা নষ্ট হলেও ঘাম ঝরতে পারে। আবার ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হলেও ঘাম দেখা দেয়। এ সময় এমনিতেই আপনি ঘুমন্ত অবস্থায় শ্বাস টানতে অনেক শক্তি ক্ষয় করেন। ঘুমের প্রত্যেক স্তরের এমন সমস্যায় কর্টিসল হরমোনের ক্ষরণ ঘটে। এটাকে বলা হয় স্ট্রেস হরমোন।
অনেক সময় শিশুরা ঘুম থেকে লালাচে মুখ নিয়ে জেগে ওঠে। বুঝতে হবে, তাদেরও ঘুমের ব্যাঘাত ঘটছে। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলেও এমন হয়। নারীরা নানা সমস্যার সম্মুখীন হতে পারে। মেনোপজের আগ  দিয়ে তাদের ঘুমের মধ্যে ঘাম দেখা দেয়। এ সময় দেহে লালচে গোটা দেখা দিতে পারে। অনেক সময় দেহে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে ঘুমের ব্যাঘাত ঘটে। তখন ঘাম আসে। যদি অ্যালকোহল খেয়ে কেউ ঘুমাতে যায়, তবে ঘুমের মধ্যে ঘাম ঝরতে পারে। কারণ এতে ঘুমের নানা স্তরে ব্যাঘাত সৃষ্টি হয়। সূত্র : স্লিপ ডিসঅর্ডার