Saturday 29th of April 2017

সদ্য প্রাপ্তঃ

*** হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দাউদ! * নেত্রকোনায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু * আজ সেই ভয়াল ২৯ এপ্রিল * হবিগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ২ * বিসিবি পাচ্ছে ১৩২ মিলিয়ন ডলার! * সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত * আইপিএলে গম্ভীরের চার হাজার রান

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

ক্যান্সারের টিকা আবিষ্কার!

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৪.০৫.২০১৬ 

অবশেষে ক্যান্সারের টিকা আবিষ্কৃত হয়েছে।

এই টিকা শরীরের যেকোনো অংশে ছড়িয়ে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস করবে বলে দাবি করছেন গবেষকেরা।তবে ইতিহাস সৃষ্টিকারী এই টিকা এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। আর প্রথমবারের মত এক রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করার পর ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবী করছেন বিশেষজ্ঞরা। লন্ডনের বেকেনহ্যাম এলাকার বাসিন্দা কেলি পটার (৩৫) নামের এক নারীর শরীরে প্রথম ওই টিকা প্রয়োগ করা হয়েছিল। জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ওই নারী। তার শরীরে যখন ক্যান্সারের টিকা প্রয়োগ করা হয়েছিল সে সময় তার ক্যান্সার চতুর্থ পর্যায়ে ছিল। তার লিভার এবং ফুসফুসের মধ্যে ছড়িয়ে পড়ছিল ক্যান্সারের জীবাণু। টিকা দেওয়ার পর তার শরীরে ক্যান্সারের ব্যাপ্তি এখন অনেকটা স্থিতিশীল রয়েছে। একইসঙ্গে লিভার ও ফুসফুসের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়াও বন্ধ হয়েছে। আগের চেয়ে এখন অনেক ভালো আছেন বলে জানিয়েছেন কেলি।ক্যান্সার শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে এই টিকার সঙ্গে কম মাত্রার কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ জেমস স্পাইসার। এই টিকা শরীরে প্রবেশ করলে তা ভাল কোষ গুলোকে অক্ষুণ্ণ রেখে ক্যান্সারের  ক্ষতিকর কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম।