Saturday 3rd of December 2016

সদ্য প্রাপ্তঃ

***বাংলাদেশ ভারত সীমান্তে স্মার্ট বেড়া,উঠিয়ে নেওয়া হচ্ছে বিএসএফ টহল***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

UCB Debit Credit Card

যে কারণে অন্যের বিছানায় ঘুম আসতে চায় না

লাইফস্টাইলডেস্ক । তারিখঃ ১৬.০৫.২০১৬

অন্যের বিছানায় ঘুমাতে যেয়ে অস্বস্তিতে ভোগেননি এমন মানুষ দুর্লভ।

প্রায়ই দেখা যায়, নিজের বিছানা ছেড়ে, অন্য একটা জায়গায়, অন্য একটা বিছানায় ঘুমাতে গেলে চট করে ঘুম আসে না।
 
অবশেষে এর রহস্য ভেদ করেছেন বিজ্ঞানীরা। ব্রাউন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ৩৫ জনকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন।
 
সমীক্ষাটি বলছে, যখন আমরা কোনো নতুন জায়গায়, অন্য এক বিছানায় ঘুমাই, তখন আমাদের মস্তিষ্কের বাঁ দিকটা জেগেই থাকে। ঘুমায় শুধু ডান দিকটা। প্রকৃতিই এভাবে মানুষকে সচেতন করে রাখে বিপদের মোকাবিলার জন্য। যাতে বিপদ ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ সজাগ হতে পারে।
 
তবে, মজার ব্যাপার এটা হয় শুধু প্রথম দিনেই। দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক নতুন জায়গার সঙ্গে খাপ খাইয়ে নেয়। ফলে, একটা সময়ের পর নতুন বিছানা নিয়ে আর ঘুমের সমস্যা হয় না।
 
অবশ্য, যাদের ঘুমের অসুখ আছে, তাদের এই হিসাবের বাইরে রাখতে হবে।