Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Star Cure

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ০৬.০৬.২০১৯

টানা কয়েকদিনের ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় অবস্থানকারী বহু মানুষই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন।

তাদের অনেকেই রাজধানীর হাতিরঝিলে বেড়াতে এসেছেন। ঈদের পরদিন আজ বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, পুরো হাতিরঝিল এলাকাজুড়ে দর্শনার্থীদের ভিড়। কেউ এসেছেন বন্ধু বা বান্ধবীকে নিয়ে, আবার কেউ এসেছেন স্ত্রী ও সন্তান নিয়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে।

রাজধানীর  অধিকাংশ মানুষ গ্রামে গেলেও যারা ঢাকায় আছেন তাদের অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বেরিয়েছেন।বিনোদনপ্রেমীদের অনেকে হাতিরঝিলের পানিতে নৌকায় ঘুরছিলেন। কেউ কেউ সেখানকার বিভিন্ন দোকানে নানারকম খাবারের স্বাদ নিচ্ছেন। সেলফি বা দলবেঁধে ছবি তুলছিলেন সবাই।

দর্শনার্থীরা বলছিলেন, রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে এখন হাতিরঝিলই একটু পরিষ্কার রয়েছে। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে আগের তুলনায় এর জৌলুস অনেক কমেছে। বড় এলাকা হওয়াতে মানুষের জটলাও বাঁধে না। তাই সবাই এখানেই বিনোদন খোঁজে ঈদের ছুটিতে।