Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Star Cure

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ১১.০৭.২০১৯

ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে

পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।

শনিবার রাতে স্থানীয় সাংবাদিকদের জানান, দুদিনের টানা বর্ষণে সাঙ্গু নদীতে প্রচুর পানি হওয়ায় নৌপথে থানচির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে পর্যটকদের। এছাড়াও নদীতে পানি বেশি হওয়ার নৌ চলাচল বন্ধ থাকায় পর্যটক

কেন্দ্রগুলোতে ঘুরতে আসলেও পাওয়া যাবে না কোনো নৌকা। স্থানীয়রাও নৌ পথে যাতায়াত বন্ধ রেখেছেন। তবে নদীর অবস্থা স্বাভাবিক হলে আগের মতো আবারো পর্যটকরা থানচিতে বেড়াতে আসতে পারবেন বলে জানান ইউএনও।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরই থানচির রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের নাফাখুম, তাজিংডং, বড় পাথর, ছোটপাথর এবং আন্ধারমানিক পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে শত শত পর্যটক বেড়াতে আসেন।

এদিকে, গত ৩০ জুন রোয়াংছড়ি থেকে তিনপাসাইতার বেড়ানো শেষে পায়ে হেঁটে রুমার পাইন্দু খাল পেরোতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় ছয়জন। পরে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বেঁচে যান বাকী চারজন।