Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

সিঙ্গাপুরে সুরঞ্জিতের হার্টে অস্ত্রোপচার

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ০৮.১০.২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের হার্টে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। সুরঞ্জিতের হার্টে এলএএ ডিভাইস ক্লোজার অপারেশন করা হয়। যা হার্টের সর্বাধুনিক চিকিৎসা বলে জানা যায়। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব (পিএস) এটিএম মোয়াজ্জেম হোসেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তার টি অই সি অং ও ডাক্তার জেস অং এর তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার করা হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন অনিয়মিত হার্ট ও হেমাটোলজি সমস্যায় ভুগছিলেন।
 
অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের আইসিসিইউতে রাখা হয়েছে। এখানে দুইদিন থাকার পর হেমাটোলজি বিভাগে চিকিৎসা দেওয়া হবে বলে জানা গেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান মোয়াজ্জেম হোসেন। তার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।