Sunday 26th of February 2017

সদ্য প্রাপ্তঃ

***পাইপে পড়ে শিশু জিহাদ নিহত হওয়ার মামলায় চারজনের ১০ বছরের কারাদণ্ডাদেশ***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

বাসা থেকে পায়ে হেঁটে নগরভবনে গেলেন আইভী

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৯.০১.২০১৭

ডা. সেলিনা হায়াৎ আইভী আজ সোমবার দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বভার নিতে যাচ্ছেন।

গত ২২ ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন আইভী।এদিকে পায়ে হেঁটেই নগরভবনে গেলেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত জনপ্রিয় এই মেয়র। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তার সঙ্গে ছিল। বেলা সোয়া ১১টায় তিনি নগরভবনে প্রবেশ করেন। সেসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মেয়র আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞ। কারণ তিনি জনতার কথা বুঝেই আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় ভোট দিয়ে আমাকে এবার নির্বাচিত করেছেন।’তিনি আরও বলেন, ‘এই নগরভবন হবে সার্বজনীন। দল, মতের ঊর্ধ্বে গিয়ে আমি সবার সেবা করবো। কারণ আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন। আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। কখনও বেঈমানি করিনি। আগামীতেও বেঈমানি করবো না।’ বাসা থেকে নগরভবনে যাওয়ার সময় পুরো রাস্তার দুপাশে লোকজন ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান।