Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

জোলি ও ওয়াটসন এবার ভিন্নধর্মী কাজে
বিনোদন ডেস্ক | তারিখঃ ১২.০৯.২০১৫

অনেকের মধ্যে নিজেদের আলাদা করেছেন হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি ও ইমা ওয়াটসনের মত তারাকারা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও নানা উপায়ে নিরলসভাবে কাজ করেছেন। সম্প্রতি ইসলামিক স্টেটসের(আইএস)বিরুদ্ধে শক্ত অবস্থান নিতেও দেখা গেছে। এ ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখার জন্য ব্রিটিশ সংসদীয় কমিটির প্রতিও তাকে আহবান জানাতে দেখা গেছে।

জোলিকে ১৩ বছর বয়সী এক ইরাকি কিশোরীর ওপর যৌন নির্যাতনের ঘটনা বর্ণনা করতে দেখা যায়। মাত্র ৪০ ডলারের বিনিময়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়। অ্যাঞ্জেলিনা জোলি বলেন, আইএস ধর্ষণকে নিজেদের একটা পলিসি বানিয়ে ফেলেছে। ধর্ষণ করা যায়-এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় আইএস। সম্প্রতি সিরিয়া সফরে গিয়েছিলেন তিনি। সেখানে উদ্বাস্তু নারী-শিশুদের সাথে সময় কাটিয়েছেন। তাদের দুর্দশার কথা মন দিয়ে শুনেছেন।

হলিউডের আরেক অভিনেত্রীর নাম ইমা ওয়াটসন। হ্যারিপটার সিনেমার এ অভিনেত্রী জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন নারী-পুরুষের সমান নিয়ে। ২০১৪ সালে জাতিসংঘ সদরদপ্তরের সামনে ‘হি-ফর-শি’ নামে একটি ক্যাম্পেইন করেন। নারীদের প্রতি বৈষম্য না করে সমাজে সমান অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ দিতে পুরুষদের প্রতি আহবান জানান তিনি।