Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

ধূমপায়ীদের ডায়াবেটিস আশঙ্কা বেশি!
বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ২৩.০৯.২০১৫

ধূমপান সামগ্রীর প্যাকেটেই সতর্কবাণী থাকে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।

ধূমপানের কারণে ক্যান্সার ও হৃদরোগের মত জটিল রোগের সৃষ্টি হয় এটা কারোর অজানা নয়। কিন্তু আপনি জনেন কি- ধূমপায়ীদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অধূমপায়ীদের থেকে কয়েকগুণ বেশি!হ্যা, এমনটাই জানিয়েছেন গবেষকরা। গবেষকরা এখন চিকিৎসকদের বলছেন, ক্যান্সার ও হৃদরোগের মত ডায়াবেটিস রোগীদেরও ধূমপানের ব্যাপারে হুঁশিয়ার করা প্রয়োজন।আন্তর্জাতিক গবেষকদের একটি দল ধূমপান ও ডায়াবেটিস বিষয়ক ৮৮টি সমীক্ষা বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন, যারা এখন ধূমপান করছেন তাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একজন অধূমপায়ীর চাইতে প্রায় দেড় গুণ বেশি।এই গবেষণার ভিত্তিতে ডায়াবেটিস রোগের একটি কারণ হিসেবে ধূমপানকে উল্লেখ করবার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি অব গ্লাসগোর অধ্যাপক নাভিদ সাত্তার।যেমনটি আমরা হৃদরোগ, ক্যান্সার ইত্যাদির কারণ হিসেবে ধূমপানের কথা উল্লেখ করি, ঠিক তেমনটি ডায়াবেটিকের ক্ষেত্রেও তাদের এটি উল্লেখ করা উচিত।গবেষণা বলছে, যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিস হবার ঝুঁকি হ্রাস পেয়েছে। প্রায় ৬০ লক্ষ মানুষের উপরে চালানো এক সমীক্ষার ফলাফলে এই তথ্য পাওয়া যাচ্ছে।এতে দেখা গেছে টাইপ-২ ডায়াবেটিসের সাথে ধূমপানের এক ধরণের সম্পর্ক রয়েছে।
তবে এই সম্পর্ক যদি প্রমাণ করা যায়, তাহলে ধূমপান বিরোধী আন্দোলন বিশ্বজুড়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ধরণের প্রভাব ফেলবে।