Tuesday 28th of February 2017

সদ্য প্রাপ্তঃ

***রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যার দায়ে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসহাক আলী, লিটন মিয়া, আহসান উল্ল্যাহ আনসারী ও শাখাওয়াত হোসেনের ফাঁসির আদেশ; আবু সাঈদ খালাস***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

ভিনদেশি নিরাপত্তা বাহিনীর সত্যতা জানতে চাইলেন রিজভী

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৭.০৫.২০১৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ভিনদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে কি না, তার সত্যতা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সম্প্রতি হংকংভিত্তিক মানবাধিকার সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানায়। এটি গুজব হোক আর যাই হোক, প্রশ্ন হলো- কথাটা উঠলো কেন?’সরকারের কাছে এর সত্যতা জানতে চেয়ে রিজভী বলেন, ‘এটি সত্য হলে প্রধানমন্ত্রীর দেশপ্রেম প্রশ্নবিদ্ধ। এতে প্রমাণিত হয়, দেশ ও দেশের জনগণের ওপর প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের বড় ধরনের ঘাটতি রয়েছে।’শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বাংলাদেশ প্রজন্ম একাডেমি’ আয়োজিত ‘জিয়াউর রহমান বীরউত্তমের ৩৫তম মৃত্যুবার্ষিকী, বহুদলীয় গণতন্ত্র, বর্তমান গণতন্ত্রের আওয়ামী স্টাইল ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী।রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই ১৯৮১ সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। তিনি (হাসিনা) দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান শহীদ হন। অথচ তিনিই ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আজ জিয়াউর রহমানের কবর উচ্ছেদ করার চেষ্টা করছেন।’‘বাংলাদেশ প্রজন্ম একাডেমি’র সভাপতি কালাম ফয়েজীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।