Print

আজ রাবির হল খুলছে

 

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ৩০.০৯.২০১৫

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল খুলছে আজ বুধবার।

এ দিন থেকেই নিয়মিতভাবে চলবে প্রশাসনিক কার্যক্রম। ক্লাস শুরু পরের দিন বৃহস্পতিবার। মঙ্গবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক ইলিয়াছ হোসেন এনটিভি অনলাইনকে জানান, ঈদের ছুটি শেষে আগামীকাল বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে। আজ মঙ্গলবার থেকেই কয়েকটি শাখায় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে বুধবার থেকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমই নিয়মিতভাবে চলবে। আর বৃহস্পতিবার থেকে নিয়মিতভাবে শুরু হবে সব ধরনের ক্লাস-পরীক্ষা।