Print
Category: রাজনীতি

সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহীতে কর্মসূচী ঘোষণা ১৪ দলের

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৩.০৫.২০১৬

হত্যা, গুপ্তহত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে রোববার রাজশাহী যাচ্ছেন কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এ দলের নেতৃত্ব দেবেন।শুক্রবার কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয় অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা, গণতন্ত্র, উন্নয়ন স্থিতিশীলতা, দেশবিরোধী চক্রান্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কর্মসূচি পালন করবে ১৪ দল।এদিকে কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ১২টায় শিক্ষক সংহতি সমাবেশে যোগদান এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শেষে বক্তব্য রাখবেন। এরপর সম্প্রতি নিহত শিক্ষকদের বাসভবনে যাবেন এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে মিলিত হবেন।